ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে কলেজ পড়ুয়া এক ছাত্রীকে অপহরণকারীর হাত থেকে উদ্ধার করেছে র্যাব-৬। রোববার বেলা ৩টা ১০মিনিটের দিকে শহরের হামদহ বাইপাস সড়ক এলাকায় র্যাব অভিযান চালিয়ে প্রথমে অপহরণকারী তারেক রহমান (২০) কে গ্রেফতার করে, পরে তার দেওয়া তথ্যমতে ঐ শিক্ষার্থী (১৭) কে উদ্ধার করা হয়।
তারেক রহমান ঝিনাইদহ সদর উপজেলার কেষ্টপুর গ্রামের ওবাইদুর রহমানের ছেলে। র্যাবের দেওয়া তথ্য মতে জানা গেছে, ঐ কলেজ শিক্ষার্থী ঝিনাইদহের কোন এক মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী। সে ঝিনাইদহ শহরের একটি কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে যাওয়া-আসার পথে তারেক রহমান বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দেওয়াসহ নানা ভাবে উত্যক্ত করতো। সে তারেকের কু-প্রস্তাবে রাজী না হয়ে ঘটনাটি তার পিতা মাতাকে অবহিত করলে শিক্ষার্থীর পিতা তারেক রহমানকে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে বলেন। কিন্তু এতে তারেক রহমান আরো ক্ষিপ্ত হয়ে পড়ে গত ৭ মার্চ কোচিং সেন্টারের সামনে থেকে অপহরণ করে নিয়ে যায় ঐ ছাত্রীর। এ ঘটনায় কলেজ ছাত্রীর পিতা তারেকের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার পর থেকে আসামী তারেক রহমানকে গ্রেফতারের জন্য ছায়া তদন্ত শুরু করে র্যাব-৬। তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে রোববার ঝিনাইদহ শহরের হামদহ বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। র্যাব আরো জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত তারেক ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ঝিনাইদহ সদর থানায় হস্থান্তর করা হয়েছে।