ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে ১৭ বছরের কারাদন্ড প্রাপ্ত ফেরারী আসামী মাহমুদ হাসান সুমন (৩১) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৬।শনিবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার শ্যামলী সিনেমা হল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমন বিষয়খালী গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
র্যাব এক বার্তায় সাংবাদিকদের জানায়, ঝিনাইদহ সদর থানায় ২০১৭ সালে অস্ত্র মামলায় আটক হয় মাহমুদ হাসান সুমন। পরে জামিনে মুক্তি পেয়ে আত্নগোপনে ছিল সুমন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সম্প্রতি ঝিনাইদহের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক ২টি ধারায় ১৭ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করে।মামলার রায়ের পর থেকেই আসামিকে গ্রেফতারের লক্ষে ছায়া তদন্ত শুরু করে র্যাব-৬। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে যে, ঐ মামলার পলাতক আসামি সুমন ঢাকার মোহাম্মদপুর এলাকায় অবস্থান করছে। খবর পেয়ে ঘটনার সত্যতা ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে র্যাব-১০ ও র্যাব-৬ যৌথ অভিযান পরিচালনা করে। পরে ঢাকার মোহাম্মদপুর এলাকার শ্যামলী সিনেমা হল এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামিকে গ্রেফতারের পর ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করলে রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।