ঝিনাইদহ প্রতিনিধি-
দেশে চলমান আইনশৃঙ্খলা সংকটের সুযোগ নিয়ে দিনে দুপুরে প্রতিপক্ষের শতাধিক ধরন্ত কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত ৬ আগষ্ট ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আতিয়ার রহমান জানান, রামচন্দ্রপুর মৌজার সাবেক ৬২১ এবং হাল ৩০০ দাগের ৬৭ শতক জমির মধ্যে প্রথমে ১৪ শতক এবং পরে দেড় শতক জমি সৈয়দ আলী গংদের কাছ থেকে দলিল মতে ক্রয় করেন। কিন্তু নিজে জমিজমা সংক্রান্ত বিষয়ে না বোঝার কারণে চাচাত ভাই মোসলেম ও মজিবরের নিকট আস্থা রাখতেন। তিনি বলেন, এই দুর্বলতার সুযোগ নিয়ে আমার অজান্তেই মোসলেম তার নিজের আপন ভাই মজিবরের নামে ৪ শতক জমি রেকর্ড করে দেয়। এরই সুত্র ধরে গত ৬ আগষ্ট ঐ জমিতে লাগানো আমার ১’শ ২৫টি ধরন্ত কলা গাছ দিনে দুপুরে চোখের সামনে পূর্বের মালিকের সহযোগিতায় কেটে দিয়ে যায়। তিনি বলেন, আমি নিষেধ করলে তারা আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে এই জমি নিজেদের দাবি করে চলে যায়। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। ভুক্তভোগী আরো জানান, বর্তমানে দেশে আইন শৃঙ্খলার চরম সংকট থাকার সুযোগ নিয়ে এই অপকর্ম করার উদ্যোগ নিয়েছে বলে তার ধারণা। থানা বা স্থানীয় ক্যাম্পে পুলিশ না থাকায় কোন আইনি সহযোগিতা পাচ্ছেন না বলেও জানান তিনি। অভিযুক্তরা হলেন, রামচন্দ্রপুর গ্রামের ইছাহাক বিশ্বাসের ছেলে আলিম, আবু বক্করের ছেলে উছমান, মোসলেম উদ্দিনের ছেলে মোঃ খয়বার ও রসুল এবং মজিবরের ছেলে এই অপকর্মের মুল হতা মোঃ পিপুল। অতি দ্রুত রেকর্ড সংশোধনী মামলা করবেন বলে জানিয়ে এই ক্ষতির জন্য অভিযুক্তদের বিচারের আওতায় আনার জন্য আইনী সহযোগিতা কামনা করেন আতিয়ার রহমান। অভিযুক্তরা সবাই আওয়ামী লীগের সমর্থক বলেও জানান তিনি।