আস সুন্নাহ ফাউন্ডেশনের সহযোগিতায় ঝিনাইদহের রংধনু কিন্ডার গার্টেন স্কুলে ফলজ গাছের চারা বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে রংধনু কিন্ডার গার্টেন স্কুলের উদ্যোগে বিনামূল্যে ২’শ টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল (বুধবার) সকালে আস সুন্নাহ ফাউন্ডেশনের সহযোগিতায় রংধনু কিন্ডার গার্টেন স্কুল প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জানে-ই আলমের সভাপতিত্বে এ গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ নৌবাহিনী কলেজের সহকারী অধ্যাপক শাহিনুর রহমান। এছাড়াও আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন, মাও: আশিক উল্লাহ ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আব্দুর রাকিব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রতিষ্টানটির পরিচালক মোক্তার হোসেন মুক্তি। এসময় আম, জলপাই, কদবেল, পেয়ারা, লেবু, আমড়াসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং অন্যান্য শ্রেনী পেশার মানুষের মাঝে বিতরণ করা হয়।
এসময় বক্তরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের কোন বিকল্প নেই। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সকলকে বৃক্ষ রোপন ও রক্ষণাবেক্ষণের কাজে এগিয়ে আসতে হবে। তারা আরও বলেন, গাছ লাগানো সাদকায়ে জারিয়া। যতদিন পর্যন্ত রোপনকৃত গাছটি জীবিত থাকবে এবং যত প্রাণী, পশুপাখি ও মানুষ সেই গাছ থেকে উপকার ভোগ করবে, ততদিন রোপণকারীর আমলনামায় সদকায়ে জারিয়া হিসেবে লেখা হবে। এমনকি রোপণকারী ব্যক্তি যদি মারাও যান, তাহলে তাঁর আমলনামায় এ সওয়াব পৌঁছাতে থাকবে।

 

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top