সবুজ মিয়া, ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর পৌরসভার প্রায় ৭’শ খতিব, ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে মতবিনিময় করেছেন ঝিনাইদহ সদর পৌরসভার নব-নির্বাচিত মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদি হিজল।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সদর উপজেলার গিলাবাড়িয়া এলাকায় অবস্থিত আয়েশা কনভেনশন সেন্টারে। এসময় নির্বাচনী এশতেহার অনুযায়ী ঝিনাইদহ বাসির জন্য একটি উন্নত পৌরসভা উপহার দিতে সকলের কাছে দোয়া ও পরামর্শ চান তিনি।
সভায় জেলা ইমাম পরিষদের জ্যেষ্ঠ সহ সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। এসময় বক্তব্য রাখেন জেলা ইমাম পরিষদের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সহ সভাপতি কামরুজ্জামান, শামিমুজ্জামান, সহ সাধারণ সম্পাদক মুফতি মনিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে পৌরসভার অন্তর্গত সকল মসজিদের কয়েক’শ ইমাম, মুয়াজ্জিন, খাদেম উপস্থিত ছিলেন। পরে মুসলিম উম্মাহ’র শান্তি কামনা করে দোয়া করা হয়।