ঝিনাইদহ প্রতিনিধি-
ঈদুল আযহা উপলক্ষে ঝিনাইদহে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু করা হয়েছে। বুধবার (১৪ জুন) সকালে শহরের শিশু একাডেমী চত্বরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। এতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক, শিশু বিষয়ক কর্মকর্তা আইয়ুব আলী, সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা, টিসিবির সহকারী পরিচালক আতিকুর রহমান, ঝিনাইদহ পৌরসভার কাউন্সিলর আরেফিন কাইসারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
সংশ্লিষ্টরা জানায়, বুধবার থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ঈদুল আযহার আগের দিন পর্যন্ত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলার ৬ উপজেলায় ৪২ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ২০ হাজার ১’শ ৩৩ টি পরিবারের মাঝে কমদামে পণ্য বিক্রি করা হবে। প্রতিটি পরিবার ২০০ টাকায় ২ লিটার সয়াবিন তেল ও ১৪০ টাকায় ২ কেজি মসুরের ডাল কিনতে পারবেন।