ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ জুলাই) সকাল ১১ টায় শহরের পায়রা চত্বরে অবস্থিত রফি টাওয়ারের দশ তলা ভবনের চারতলায় অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ কবীরের সভাপতিত্বে সভায় সাংবাদিকতার উন্নয়ন, জেলার সামাজিক-সাংস্কৃতিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। সাধারন সম্পাদক সাহিদুর রহমান সন্টুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, ইউনিটির সহ সভাপতি লিটন হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, কোষাধ্যক্ষ সবুজ মিয়া, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, প্রচার সম্পাদক এস এম রবি সংবাদ পত্র বিষয়ক সম্পাদক মুক্তার হোসেন, সদস্য সহিদুল এনাম পল্লব, সাইফুল ইসলাম, লালন মিয়া, শহিদুজ্জামন বাবু, এ টি এম ওহিদুজ্জামান ও রাজিব হাসান টিপু প্রমূখ।
সভায় ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটিকে একটি শক্তিশালী সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তোলার জন্য সকলের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
০ Comments