নিজস্ব প্রতিবেদক-
ঝিনাইদহ-৪ আসনের সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনার এমপি হত্যার ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটকের প্রতিবাদে মানববন্ধন করেছে নেতাকর্মীরা। বুধবার বেলা সাড়ে ১১টায় শহরের পায়রা চত্ত্বরে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রানা হামিদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ সনজু, ধর্ম বিষয়ক সম্পাদক এস.এম আনিচুর রহমান খোকা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাড: আব্দুল মালেক মিনা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ টোকন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওহিদুজ্জামান উজ্জল, সাধারণ সম্পাদক সোহেল রানা সিটি, জেলা শ্রমিক লীগ নেতা মামুন হুসাইন লস্কার, সরকারি কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি হুসাইন মোহাম্মদ ফরহাদ, ঝিনাইদহ কলেজ ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসেন প্রমুখ। বক্তারা বলেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-৪ আসনের সাংসদ হত্যায় আমরা বিচার দাবি করছি। কিন্তু এই মামলায় ষড়যন্ত্রমূলকভাবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে আমরা মনে করছি। এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। অবিলম্বে তারা সাইদুল করিম মিন্টুর মুক্তিও দাবি করেন। বক্তারা বলেন, রাজনৈতিক ফায়দা লুটতে উদ্দেশ্যমূলক ভাবে এই মামলায় সাইদুল করিম মিন্টুকে জড়ানো হচ্ছে। আমাদের তদন্তকারী সংস্থার প্রতি আস্থা ও বিশ্বাস আছে। যারা হত্যার সাথে প্রকৃত পক্ষে জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।