ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এর মৃত্যুতে ৩ দিনের শোক ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগ। সোমবার থেকে বুধবার পর্যন্ত এ শোক কর্মসূচী চলবে।
এ উপলক্ষে সোমবার সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। সেসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, পৌর আওয়ামীলীগের সভাপতি জীবন কুমার বিশ্বাসসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলন শেষে নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন।
গত শনিবার সকালে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসেনর সংসদ সদস্য আব্দুল হাই। রোববার ৫ম জানাযা শেষে তার গ্রামের বাড়ি শৈলকুপা উপজেলার মহম্মদপুরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।