ঝিনাইদহ প্রতিনিধি-
“পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশন (চইএঝও) স্কিম” এর আওতায় ঝিনাইদহের কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের প্রতিবন্ধি ও সুবিধা বঞ্চিত ২৫ জন শিক্ষার্থীর মাঝে ১ লক্ষ ২৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে। শনিবার সকালে কাঞ্চননগর স্কুল এন্ড কলেজের লাইব্রেরী রুমে গভর্নিং বডির সভাপতি আক্কাচ আলীর সভাপতিত্বে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মোহাম্মদ কামরুজ্জামান।
সেসময় আরও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস, গভর্নিং বডির সদস্য ঝিনাইদহ প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফেরামের সহ-সভাপতি ফয়সাল আহমেদ সহ অন্যান্যরা।
অনুদানের নগদ অর্থ পেয়ে আনন্দ প্রকাশ করেন কাঞ্চননগর স্কুল এন্ড কলেজের প্রতিবন্ধি ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীরা।