ঝিনাইদহ প্রতিনিধি-
পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে সারাদেশে নিম্ন আয়ের এক কোটি পরিবারের নিকট টিসিবির নিত্য প্রয়োজনী পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নে টিসিবি কার্ডের মাল বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল থেকে ইউনিয়নের ১৩৪৭ জন নিম্ন আয়ের পরিবারের মাঝে ৫২৫ টাকায় ২কেজি তেল, ৫কেজি চাল, ২কেজি ডাল ও ১ কেজি ছোলা বিতরণ করা হয়।
সোমবার সকালে এসকল পণ্য বিতরণের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী অফিসার মোঃ ওলিয়ার রহমান, ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মহিদুল ইসলাম মন্টু, সচিব শেখ হাবিবুর রহমান, ইউপি সদস্যবৃন্দসহ অন্যান্যরা।
পবিত্র মাহে রমজান সামনে রেখে সল্পমুল্যে এসব পণ্য পেয়ে হতদরিদ্র পরিবারগুলি খুব খুশি।