ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের কালীগঞ্জে পুকুর থেকে আব্দুল হামিদ (৭০) নামে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টম্বর) সকালে মোবারকগঞ্জ চিনিকলের টিনসেড ব্যারাকের উত্তর পাশের একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সে মোবারকগঞ্জ সুগার মিলের মোচিক বিদ্যুৎ শাখার অবসরপ্রাপ্ত একজন শ্রমিক এবং চাকরি শেষে পরিবার নিয়ে সেখানেই বসবাস করতেন বলে মিল কর্তৃপক্ষ জানিয়েছেন।
স্থানীয়রা জানান, আব্দুল হামিদ একজন ভারসাম্যহীন রোগী ছিলেন। মোচিক থেকে তিনি স্বেচ্ছায় অবসরে গেছেন। গত রোববার বিকাল থেকে তিনি নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। সোমবার ভোরের দিকে পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও কালিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে তাকে উদ্ধার করে।
পুলিশ জানায়, মোবারক গঞ্জ সুগার মিলের পাশের একটি পুকুর থেকে আব্দুল হামিদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।