কালিগঞ্জে ১০৩ বোতল ফেনসিডিলসহ আটক-১

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের কালীগঞ্জে ১০৩ বোতল ফেনসিডিলসহ মোঃ মাসুদ রানা (২৯) নামে একজনকে আটক করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার দেড়টার দিকে উপজেলার নিমতলা বাসস্ট্যান্ড এলাকার মেসার্স সাগর ট্রেডার্সের সামনে থেকে তাকে আটক করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানান।

র‌্যাব-৬ আরও জানান, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে যে, নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে ঘটনার সত্যতা ও আইনগত ব্যবস্থা গ্রহণের সেখানে অভিযান পরিচালনা করেন। এসময়
অবৈধ মাদকদ্রব্য ১০৩ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল, ২টি সিমকার্ড এবং ১টি মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

পরে জব্দকৃত আলামত ও আটককৃত আসামীকে কালীগঞ্জ থানায় হস্তান্তর পূর্বক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান র‌্যাব-৬।

অভিযুক্ত মোঃ মাসুদ রানা উপজেলার ফয়লা গোরস্থান পাড়ার মোঃ ইব্রাহিম হোসেনের ছেলে।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top