ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের কালীগঞ্জে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুর ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
সোমবার ভোর ৬টার দিকে কালীগঞ্জ-গান্না সড়কের আলাইপুর এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত নুর ইসলাম কালীগঞ্জ উপজেলার কাঁদিরকোল গ্রামের শাহাজান আলীর ছেলে। আহত অন্যজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, ভোরে বাড়ি থেকে মোটরসাইকেলে নুর ইসলাম কালীগঞ্জ শহরের দিকে আসছিল। পথিমধ্যে আলাইপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গুরুত্বর আহত হন মোটরসাইকেল চালক ও আরোহী নুর ইসলাম।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর ইসলামকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।