মঙ্গলবার ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কালীগঞ্জে বিদ্যুতের পিলার পোতাকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর!

by | ডিসে ৩, ২০২২ | ঝিনাইদহ | ০ comments

নিজস্ব প্রতিবেদক-ঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের মির্জাপুর গ্রামে বিদ্যুতের পিলার পোতাকে কেন্দ্র করে রবিউল ইসলাম নামের এক ইজিবাইক চালকের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। রবিউল মির্জাপুর গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে। শুক্রবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সন্ত্রাসী কায়দায় বর্তমান চেয়ারম্যানের লোকজন গ্রামে ঢুকে এঘটনা ঘটিয়ে চলে যায়। ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে চেয়ারম্যানের গুন্ডাবাহিনী এসে এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এলাকাবাসী।রবিউল ইসলাম জানান, তার ভগ্নিপতি শরিফুল ও চাচাতো ভাই মিন্টুর জমির উপর দিয়ে জোরপূর্বক বিদ্যুতের পিলার পোতার চেষ্টা করে রাকড়া গ্রামের আতিয়ার রহমান। সেসময় বিদ্যুৎ অফিসের ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে মাঠের সংযোগ মাঠের মধ্য থেকেই নেওয়ার কথা বলা হয়। এরই জের ধরে বর্তমান চেয়ারম্যান ব্যক্তিগত মেম্বার চান্নু শেখ বিষয়টি নিয়ে আমার সাথে কথা কাটাকাটি করে। এ ঘটনার এক ঘন্টা পর মির্জাপুর গ্রামের জাবেদ আলীর ছেলে গোলাম নবী ও মেম্বার চান্নু শেখ সহ বেশ কয়েকজনকে সাথে নিয়ে আমার বাড়ি ঘর ভাঙচুর করে চলে যায়। খবর পেয়ে স্থানীয় ক্যাম্পের আইসি ঘটনাস্থল পরিদর্শন করেন। এঘটনায় রবিউল ইসলাম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশের পক্ষ থেকে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা যায়।

শেয়ার করতে ক্লিক করুন

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *