ঝিনাইদহ প্রতিনিধি-
কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেফতারের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা যুবদলের আয়োজনে শহরের নতুন হাটখোলা বাজার থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এমএ মজিদ, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা যুবদলের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম মিন্টুসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, অবৈধ সরকার দেশ চালাতে ব্যর্থ। জনগনের দাবি আদায়ে বিএনপি’র আন্দোলন বন্ধ করতে এই সরকারের মদদে নেতাকর্মীদের গ্রেফতার করছে পুলিশ।
বিক্ষোভ মিছিল শেষে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের তাঁতী দলের সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মুজিবুর রহমানসহ তাঁতীদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।