মাসুদ রানা, মহম্মদপুর, মাগুরা প্রতিনিধিঃ
মাগুরা মহম্মদপুর উপজেলা পলাশবাড়ীয়া ইউনিয়নের চর-কালিশংকরপুর গ্রামে গরুচোর সন্দেহে আরিফুল ইসলাম (৩৫) কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আরিফুল ওই গ্রামের মোঃ হাসান মোল্যার ছেলে। ঘটনায় গুরুতর সহ আহত হয়েছে কয়েকজন। জানা যায়, গত মঙ্গলবার রাতে ওই গ্রামের ওসমান মাতব্বরের গোয়াল ঘর থেকে গরু চুরির সন্দেহ মূলক প্রতি পক্ষের আরিফুল ইসলামের নাম বললে এলাকায় উত্তেজনা বিরাজ করে। বুধবার সন্ধ্যায় দু’পক্ষের লোকজন সংঘর্ষের চেষ্টা করলে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার সকালে প্রতিবেশীর পুকুর হতে মাছ মেরে একাকী ফাঁকা মাঠ দিয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন সড়কি বল্লম দিয়ে কুপিয়ে হত্যা করে। চিৎকার শুনে প্রতিবেশী লোকজন বের হয়ে ঠেকানোর চেষ্টা করলে উভয় পক্ষের গুরুতর সহ আহত হয় অনেকে। আহতদের মধ্যে রয়েছে নাসির উদ্দীন (৩৩), নিফুজার (৩০), কুবাদ (২৫), আকিদুল ইসলাম (৪০)। গুরুতর নাসির উদ্দীন কে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ অসিত কুমার রায় বলেন দ্রুত ঘটনাস্থালে মহম্মপুর থানা পুলিশ পৌঁছে সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।