ঝিনাইদহ প্রতিনিধি-
সারা দেশের ন্যায় ঝিনাইদহে জবেদা খাতুন একাডেমী এবং নূরুন্নাহার জিন্নাতুল কলেজিয়েট স্কুলে ২৬ শে মার্চ-২৫ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গনে জাতীয় সংগীত পাঠ করার সাথে সাথে পতাকা উত্তোলন করা হয়। এরপর পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, ছবি আঁকা প্রতিযোগিতা, শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রবন্ধ পাঠ দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন, জবেদা খাতুন একাডেমীর অধ্যক্ষ জনাব মোঃ সাইফ-উজ-জামান। সবশেষে স্কুলের ধর্মীয় শিক্ষক জনাব আসাদুজ্জামানের পরিচালনায় দেশ, জাতি ও স্কুলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়ার মাধ্যমে মহান স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
অনুষ্ঠানে জবেদা খাতুন একাডেমি এবং নুরুন্নাহার জিন্নাতুল কলেজিয়েট স্কুলের সকল শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।