জীবননগর হতে ৫৩ বোতল ফেনসিডিলসহ ১জনকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬

সবুজ মিয়া, ঝিনাইদহ
চুয়াডাঙ্গার জীবননগর হতে ৫৩ বোতল ফেনসিডিল সহ ১জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আন্দুলবাড়িয়া হারদাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে যে, ঐ এলাকায় কতিপয় এক ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ঘটনার সত্যতা ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে তারা সেখানে অভিযান চালায়। এসময় হারাদাপাড়া গ্রামের সোনাই মন্ডলের ছেলে মোঃ শাহিন হাসান নামে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা।

সেসময় উপস্থিত সাক্ষীদের সামনে শাহিনের হেফাজতে থাকা ৫৩ বোতল ফেনসিডিল, ১টি মোবাইল ফোন ও ২টি সিমকার্ড উদ্ধার করা হয়।

পরে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানায় হস্তান্তর পূর্বক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলেও র‌্যাব জানান।

শেয়ার করতে ক্লিক করুন

YOUR COMMENT