ঝিনাইদহের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালাম আজাদ সফল কৃষি উদ্যোক্তার মর্যাদা পেতে চান

সবুজ মিয়া, ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউপির কাতলামারি গ্রামে ৮ বিঘা জমিতে ফল বৃক্ষ বাগান গড়ে তুলেছেন অবসরে আসা সেনা সদস্য আবুল কালাম আজাদ। দৃষ্টি নন্দন বাগানে থোকায় থোকায় ঝুলে আছে দার্জিলিং কমলা, মাল্টা ও পেয়ারা। জি আই তারের বেড়ায় ঘেরা দাড়িয়ে আছে বিপুল ফলের সমারোহ নিয়ে। সরেজমিনে বাগান পরিদর্শনে গেলে কথা হয় আবুল কালাম আজাদের সাথে। তিনি বলেন, চাকূরী থেকে অবসরের পর এমন বিভিন্ন ফল বাগান দেখে আমি অবসর কালীন প্রাপ্ত টাকা দিয়ে নিজে ফল বাগান গড়ে তোলার চিন্তা করে কৃষি বিভাগের পরামর্শে মাটি পরীক্ষার ফলাফল নিয়ে ভাল মানের ৮ বিঘা জমি লিজ নিয়ে অর্থ লগ্নি শুরু করি। চার বছর সময় নিয়ে আমি এ ফল বাগান গড়ে তুলেছি। এ পর্যন্ত আমি ২০ লক্ষ টাকা লগ্নি করেছি। প্রথম দিকে খুব হতাশায় ছিলাম। কারন এ সময়ে গাছে কোন ফল আসেনি। তিনি বলেন, হাতে মূলধনের সব টাকা ৮ বিঘা ফলের জমিতে ব্যয় হওয়ায় সংসারের অবস্থাও খুব একটা ভাল ছিল না। কিন্ত বাগানে থোকায় থোকায় দার্জিলিং কমলা, মাল্টা ও পেয়ারা ধরা শুরু হলে আমার সে হতাশা কেটে যায়। তার আশা আগামী অক্টোবরের প্রথম দিকে তিনি বাগানের সব ধরনের ফল বাজারে বিক্রি শুরু করবেন। এ মওসূমে আবুল কালাম আজাদ ১৬-১৭ লক্ষ টাকার ফল বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। হলিধানী ইউপির উপ সহকারী কৃষি কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, বাগানের শুরু থেকেই সার্বিক পরামর্শ দিয়ে যাচ্ছি। তাতে ফলের বাগান তৈরী থেকে ফল আসা পর্যন্ত সব পরিচর্যার বিষয়ে তিনি বাগান মালিককে সহযোগিতা করছেন।এলাকার অনেকে বলেন, একজন অবসর প্রাপ্ত সেনা সদস্য এ ফল বাগান গড়ে তুলে একজন সফল কৃষি উদ্যোক্তা হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন। আমরা তার সাফল্যে খুব খুশি। তারা জানান, এ আদর্শ ফল বাগান পরিদর্শন করেছেন সদর উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম, জেলার কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক কৃষিবিদ আসগর আলী সহ অন্যান্য অফিসার বৃন্দ। তারা এ ফল বাগান দেখে কৃষি উদ্যোক্তা আবুল কালাম আজাদের ভূয়সী প্রশংসা করেন। প্রচুর খাদ্য প্রান সমৃদ্ধ এ ফল বাগানে উৎপাদিত ফল থেকে বাজারে প্রচুর পরিমাণ ফল সরবরাহ আসবে। যা থেকে দেশের অর্থনৈতিক উন্নয়ন সূচকের জন্য সহায়ক হবে। কৃষি উদ্যোক্তা আবুল কালাম আজাদ কৃষির উন্নতি ও নিজের সচ্ছলতার আশা নিয়ে তিনি একজন সফল কৃষি উদ্যোক্তার মর্যাদা পেতে চান।

সবুজ মিয়া, ঝিনাইদহ।
১৪-৮-২২
০১৯১০৯২১৫৪৬

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top