মঙ্গলবার ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ঝিনাইদহের ঘোড়াশাল ও দোগাছী ইউনিয়নে দুস্থ-অসহায়দের মাঝে চাউল বিতরণ

by | এপ্রি ৩, ২০২৪ | হোম | ০ comments

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে। বুধবার দিনব্যাপী সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়ন পরিষদে এ চাউল বিতরণ করা হয়।
সেসময় ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিলটন, ট্যাগ অফিসার এ কে এম কামরুজ্জামান, ইউপি সচিব প্রতাপ আদিত্য বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রনজিৎ কুমার বিশ্বাস, ইউনিয়নের হিসাব সহকারী রোকসানা খাতুনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনভর এই কর্মসূচীতে ওই ইউনিয়নের ১৪ টি গ্রামের ১ হাজার ৫’শ ৫৪ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।

অপরদিকে একই দিনে সদর উপজেলার দোগাছী ইউনিয়নে ১১৫০ দুস্ত ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে।

এসময় দোগাছী ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া কাজল, ট্যাগ অফিসার প্রবীর কাঞ্চিলাল, ইউপি সচিব, ওয়ার্ড মেম্বারগন ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের দেওয়া ১০ কেজি করে চাল পেয়ে, অসহায় পরিবারগুলো আনন্দ প্রকাশ করেন।

শেয়ার করতে ক্লিক করুন

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *