ঝিনাইদহের চাঞ্চল্যকর বরুণ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের চাঞ্চল্যকর বরুণ হত্যা মামলার পলাতক আসামি মোঃ রাশেদুল ইসলাম রাশেদ (৪৭) কে গ্রেফতার করেছে র্যাব-৬। গত শুক্রবার শহরের পুলিশ লাইন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারী মঙ্গলবার ভিকটিম বরুণ ঘোষ সন্ধ্যায় বাড়ি
থেকে বের হয়ে জেলা সদরের ঘোষপাড়া ব্রিজ মোড় এলাকার একটি
দোকানে বসে ছিল। এ সময় ৫/৭ জন দুর্বৃত্ত তাকে এলোপাতাড় কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে তার স্ত্রী বাদী হয়ে গত ০৯ জানুয়ারি ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা আরও ৯/১০ জনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের
করেন। ঘটনার বিষয়ে র্যাব-৬ ছায়া তদন্ত শুরু করে এবং হত্যা মামলার আসামীদেরকে গ্রেফতারে র্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় গত শুক্রবার পুলিশ লাইন এলাকা থেকে তাকে রাশেদুল ইসলাম ওরফে রাশেদ কে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।