ঝিনাইদহের ডাকবাংলোয় জেলা সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবীতে বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলার ডাকবাংলা বাজারে এ কর্মসূচির আয়োজন করে সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে সাগান্না ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক মুন্সী শাহীন রেজা সাঈদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ, রেজওয়ানুল হক রিপন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওহিদুজ্জামান উজ্জল, সাধারণ সম্পাদক সোহেল রানা সিটি, অমিয় মজুমদার অপু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন, সহ-সভাপতি আবুল কালাম বাবুল, সদস্য নওয়াব আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে দাবী করে দ্রুত তার মুক্তির দাবী জানান।
প্রসঙ্গত, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় গত ১১ জুন সাইদুল করিম মিন্টুকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top