ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুর থানায় দায়েরকৃত একটি ধর্ষণ মামলায় হাসিবুল হাসান ওরফে শান্ত (২৮) নামে এক আসামিকে যশোর থেকে গ্রেফতার করেছে র্যাব-৬। শান্ত চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের লাল মোহাম্মদের ছেলে।
জানা গেছে, যশোর সরকারী মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অনার্স চূড়ান্ত বর্ষের ছাত্রী পলি খাতুন (২৬) এর সাথে দুই বছর আগে শান্তর পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের এক পর্যায়ে পলি খাতুন কে শারীরিক মেলামেশায় প্রলুদ্ধ করতে থাকে শান্ত। কিন্তু পলি খাতুন বিবাহের আগে শারীরিক মেলামেশা করতে রাজি না থাকায় গত ৮ মার্চ যশোরের কোন একজনের বাড়িতে বিবাহের নাটক সাজিয়ে বিয়ে করে। এসময় একটি নীল রংয়ের কাগজে তারা দুজনে স্বাক্ষরও দেয়। এরপর থেকে বিয়ের পরিচয় দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে শারীরিকভাবে মেলামেশা করে আসছে শান্ত। এক পর্যায়ে পলি খাতুন শান্তকে স্ত্রীর মর্যাদায় তাদের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বললে তিনি বিবাহ এবং স্ত্রী হিসেবে অস্বীকার করে। এরপর পলি খাতুন বুঝতে পারে যে, পূর্ব পরিকল্পিতভাবে তার সাথে যৌন সম্পর্ক স্থাপনের জন্য বিবাহের নাটক সাজিয়ে ছিল শান্ত। পরে দিশেহারা হয়ে গত ১৪ জুলাই মহেশপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন পলি খাতুন।
র্যাব জানান, ধর্ষণ মামলার বিষয়ে জানতে পেরে তারা ছায়া তদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গত ২৪ সেপ্টেম্বর বিকেলে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঐ মামলার আসামী যশোরের সাত মাইল এলাকায় আত্নগোপনে আছে। এমন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে শান্তকে গ্রেফতার পূর্বক মহেশপুর থানায় হস্থান্তর করা হয়েছে বলেও জানান তারা।