ঝিনাইদহ–
ঝিনাইদহ সদর উপজেলা ১০ নং হরিশংকরপুর ইউনিয়নের, পাইকপাড়া গ্রামে নবগঙ্গা নদীর পাড়ে প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী কালীপূজা। সোমবার নানা উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের এ কালিপুজা।
তিন দিনব্যাপী অনুষ্ঠিত এ কালীপূজা উপলক্ষে সেখানে জমে ওঠে গ্রামীণ মেলা। মেলা আর পূজা উপলক্ষে ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুরসহ বিভিন্ন জেলা থেকে আসা দর্শনার্থীদের এখানে ভিড় দেখা যায়। মেলায় দেখা গেছে শিশুদের নানা রকম খেলনা, মাটির তৈজসপত্র গ্রামের নিত্য ব্যাবহারিক সাংসারিক জিনিসপত্র থেকে শুরু করে বাহারী রকম মিষ্টি এবং হরেকরকম দেশীয় খাবার সামগ্রী।
মেলা উপলক্ষে এখানে দলমত ধর্মবর্ণ নির্বিশেষে বহু মানুষের সমাগম ঘটে। যুগ যুগ ধরেই এখানে প্রতিবছরের ন্যায় শান্তিপূর্ণভাবে কালিপূজা আর মেলা অনুষ্ঠিত হয়ে আসছে বলে জানিয়েছেন স্থানীয়রা।