ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপা থেকে ১টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র ও ২রাউন্ড গুলিসহ জিয়াউদ্দিন বিপ্লব (৩৯) নামে একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৬। জিয়াউদ্দিন বিপ্লব উপজেলার রামচন্দ্রপুর মধ্যপাড়ার মৃত বশির উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে যে, উপজেলার হুদা মাইলমারি এলাকায় কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রেখে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ঘটনার সত্যতা ওআইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে শনিবার রাত ১২ টার দিকে সেখানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পায় এবং জিয়াউদ্দিন বিপ্লব নামে ঐ যুবককে দেশীয় তৈরি একটি অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে শৈলকুপা থানায় হস্তান্তর পূর্বক গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলেও র্যাব জানান।