ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার বিকেলে সদর উপজেলার সাধুহাটি মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগ।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব লীগের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। কর্মসূচীতে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান উজ্জল, সাধারণ সম্পাদক সোহেল রানা সিটি, স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজওয়ানুল হক রিপন, অমিয় মজুমদার অপুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে দাবী করে অবিলম্বে তার মুক্তির দাবী জানান।
প্রসঙ্গত ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যায় দায়েরকৃত অপহরণ মামলায় গত ১১ জুন সাইদুল করিম মিন্টুকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।