ঝিনাইদহের সিও সংস্থার উদ্যোগে ৬’শ ৫০ জন উপকারভোগীর মাঝে ১০ কোটি টাকা ঋণ বিতরণ

সবুজ মিয়া, ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে সিও সংস্থার আয়োজনে উদ্যোক্তা মেলা ও ১০ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে শহরের চাকলাপাড়ায় অবস্থিত সংস্থাটির প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ইউনিয়ন ব্যাংকের অর্থায়নে সিও সংস্থার আয়োজনে উদ্যোক্তা মেলা, পূঁজি গঠনে ঋণ ও পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। সিও’র নির্বাহী পরিচালক সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এ.বি.এম মোকাম্মেল হক চৌধুরি। সেসময় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সালাউদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিয়াদ মোহাম্মদ চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আজাদুর রহমান, মোঃ মাইনুল ইসলাম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট রুহুল আমিন, আবদুল কাইয়ুম, মোঃ এনামুল ইলাহী, সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোফাজ্জল হায়দার প্রমূখ। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে ৬’শ ৫০ জন উপকারভোগীর মাঝে ১০ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়।
শেয়ার করতে ক্লিক করুন

YOUR COMMENT