ঝিনাইদহ প্রতিনিধি-
বাংলাদেশ টেলিভিশনের সাবেক জেলা সংবাদদাতা ও ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ কাজলের আজ সোমবার জন্ম বার্ষিকী। ১৯৭৩ সালের এই দিনে তিনি সদর উপজেলার বংকিরা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। কালেজ জীবন থেকেই তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন। বর্তমান তিনি দৈনিক ঝিনাইদহ ও ঝিনেদার বানী পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে কাজ করেন। ৯০ দশকে জেলার একমাত্র দৈনিক পত্রিকা “দৈনিক ঝিনাইদহ” তে প্রথম কাজ শুরু করেন। তিনি অল্পদিনে দৈনিক দিনকাল ও দক্ষিনাঞ্চলের জনপ্রিয় দৈনিক লোকসমাজ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। গ্রাজুয়েশন শেষ করে পুরোদমে সাংবাদিক পেশার প্রতি ঝুকে পড়েন নতুন প্রজন্মের গুরু খ্যাত এই সাংবাদিক আসিফ কাজল। তিনি বাংলাদেশ টেলিভিশনের ঝিনাইদহ সংবাদদাতা হিসেবে প্রথম ভিডিও জার্নালিজম শুরু করেন। তার হাত ধরেই ঝিনাইদহের অনেক সাংবাদিক ভিডিও সাংবাদিকতায় যুক্ত হন। মিডিয়া জগতে রয়েছে তার অনেক নাম ও সু-খ্যাতী। নিউজ রাইটিং, কাটিং ও ভিডিও এডিটিংয়ের উপর ইউনিসেফ ও পিআইবিসহ বিভিন্ন সংস্থার মোট ৪৭টি প্রশিক্ষন রয়েছে তার। জেলার সন্ত্রাস নির্মুলে পুলিশ ও সিভিল প্রশাসনের সঙ্গে কাজ করতে গিয়ে চরমপন্থি দল তাকে একাধিকবার “মৃত্যুদন্ড” ঘোষনা করে হুমকী দেয় বলেও কথিত রয়েছে। ২০০০ সালে ‘বাংলাদেশ সাংবাদিক সমিতি’ মাঠ সাংবাদিকতায় কৃতিত্বপুর্ণ অবদানের জন্য দেশের শ্রেষ্ঠ সাংবাদিক হিসেবে তাকে নির্বাচিত করেন। এছাড়াও তিনি দৈনিক নবচিত্র পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে একাধিকবার বর্ষসেরা ও জেলার শ্রেষ্ঠ সাংবাদিকের খেতাবে ভুষিত হন। আজ সোমবার ৫০তম জন্ম বার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন সাংবাদিক আসিফ কাজল।