ঝিনাইদহ প্রতিনিধি-
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ঝিনাইদহে অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের উজির আলী স্কুল মাঠে জেলা প্রশাসনের আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়। শুরুতে মহড়া উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক রাজীবুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা, মানবসৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সকলের করনীয় বিষয়ে আলোচনা করেন।
পরে ঝিনাইদহ ফায়ার সার্ভিস অগিকান্ড ও ভূমিকম্পে সকলের করনীয় বিষয়ে মহড়া প্রদর্শণ করেন।
০ Comments