ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে অগ্রণী ব্যাংক লিমিটেডের আঞ্চল শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ঝিনাইদহের ঐতিহ্যবাহী জোহান ড্রিম ভ্যালি পার্ক সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় ঝিনাইদহ অঞ্চলের ২০টি শাখার তরুন ও পরিশ্রমী শাখা ব্যবস্থাপক এবং ব্যাংকের নির্বাহী কর্মকর্তারা ২০২২ সালের ব্যবসায়িক পরিকল্পনা ও ২০২৩ সালের ব্যবসায়িক কর্মপরিকল্পনা প্রনয়নকল্পে মতবিনিময় করেন।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শ্রীপুর শাখার ব্যবস্থাপক প্রিন্সিপাল অফিসার মোঃ মনিরুল ইসলাম এবং গীতা পাঠ করেন পলিতা শাখার ব্যবস্থাপক সুমন বিশ্বাস।
এর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথি গনকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন ঝিনাইদহের অফিসার সমিতি আঞ্চলিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অগ্রনী ব্যাংক লিঃ খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক, মোঃ আতিকুর রহমান ছিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা সার্কেলের সহকারী মহাব্যবস্থাপক, রোকসান আরা হোসেন এবং সহকারী মহাব্যবস্থাপক, প্রদীপ কুমার চক্রবর্তী।
সভায় সভাপতিত্ব করেন, সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান গোপাল চন্দ্র গাইন।