ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে কৃষি জমিতে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার অপরাধে বকুল শাহা (৫৩) ও রিয়াজ হোসেন(২৩) নামের দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডিত বকুল শাহা উপজেলার পায়রাডাঙ্গা এলাকার মৃত জোয়াদ শাহার ছেলে এবং রিয়াজ হোসেন মহিস গাড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে।
মঙ্গলবার (২৩ মে) দুপুরে উপজেলার কাপাশাটিয়া ইউনিয়নের পায়রাডাঙ্গা গ্রামের মাঠে অভিযান চালিয়ে এ জরিমানা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন।
তিনি জানান, কাপাশাটীয়া ইউনিয়নের পায়রাডাঙ্গা গ্রামের মাঠে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি পরিবহন ও উত্তোলনের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে রিয়াজ হোসেন ও বকুল শাহা নামের দুই ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় তিনি কৃষি জমিতে যেন কেউই অবৈধভাবে মাটি কাটতে না পারে সেজন্য এ অভিযান অব্যাহত থাকবে বলেও গণমাধ্যমকর্মীদের জানান।