ঝিনাইদহ প্রতিনিধি-
“শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে অভ্যন্তরীন আমন ধান-চাল সংগ্রহ ২০২২-২০২৩ অর্থ বছর এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর উপজেলা খাদ্য গুদামে জেলাব্যাপী এ ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম।
এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া, উপজেলা খাদ্য কর্মকর্তা তাজ উদ্দিন আহমেদসহ জেলা চালকল মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ খাদ্য বিভাগের কর্মকর্তারা জানায়, এ বছর জেলার ৬ উপজেলা থেকে ২৭৪ জন মিলারের কাছ থেকে ৪২ টাকা কেজি দরে ৮ হাজার ২’শ মেট্টিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ চাল সংগ্রহ অভিযান চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আর চাল রাইস মিলার মালিকদের নিকট চুক্তি বৃত্তি হিসেবে সংগ্রহ করা হবে।