ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে আদিবাসী ফোরামের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে দক্ষিন-পশ্চিম অঞ্চল ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে ফজর আলী স্কুল এ্যান্ড কলেজ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে আদিবাসী নেতা অমিত বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক ডাঃ গজেন্দ্রনাথ মাহাতো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির কার্যকারী সদস্য পিযুষ চন্দ্র বর্মন, চঞ্চনা চাকমা, রনজিত কুমার এবং ছাত্র সংগ্রাম পরিষদের চিংচা হুয়ে।
এসময় বক্তারা বলেন, সরকার আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। কিন্তু আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে থাকতে চাইনা। সরকার আদিবাসী হিসেবে আমাদের স্বীকৃতি প্রদান করুক এটাই আমাদের একমাত্র দাবী। সম্মেলনের আলোচনা সভা শেষে ঝিনাইদহ, নড়াইল ও মাগুরা জেলা শাখার কমিটি গঠন করা হয়।
০ Comments