ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে আধুনিক প্রযুক্তিতে আখের সাথে সাথী ফসল চাষাবাদ র্শীষক মাঠ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে কালীগঞ্জ উপজেলার ত্রিলোচঁনপুর গ্রামের আখ সেন্টার মাঠে এ মাঠ দিবস পালিত হয়।
বিএসআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবু তাহের সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. রাকিবুর রহমান খান, বিএসআরআই এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আতাউর রহমান, মোবারকগঞ্জ সুগার মিলের মহাব্যবস্থাপনা পরিচালক(কৃষি) গৌতম কুমার মন্ডলসহ স্থানীয় আখচাষীরা।
এ সময় বক্তারা বলেন- আখ চাষের সাথে সাথী ফসল হিসেবে ভুট্টা, মসুরি ও সবজি জাতীয় ফসল উৎপাদন করলে চাষীরা উপকৃত হবে।