ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এই প্রতিপাদ্য নিয়ে শুক্রবার ঝিনাইদহ জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী এ দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে সকালে ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট চত্তরে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মনিরা বেগম। দুদক, সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ জাহিদ কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুল মতিন, বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ইয়ারুল ইসলাম, সরকারী কেসি কলেজের অধ্যক্ষ অশোক কুমার মৌলিক।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সচেতন নাগরিক কমিটির সভাপতি মোঃ সায়েদুল আলম। এর আগে শহরের পোষ্ট অফিস মোড়ে এক মানব বন্ধন কমসূচী পালন করা হয়।

শেয়ার করতে ক্লিক করুন

YOUR COMMENT