ঝিনাইদহে এসএটিভি’র ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিনাইদহ প্রতিনিধি-

“সাথে আছি সব সময়” দশ পেরিয়ে এগারোতে পদার্পন উপলক্ষে ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে এসএ টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান ড. এম হারুন-অর-রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ, সাবেক সাধারন সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, সদর থানার ওসি (অপারেশন)সুজন মন্ডল, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এম রবিউল ইসলাম রবি, চ্যানেল টোয়েন্টিফোরের রিপোর্টার সাদ্দাম হোসেন, সদর থানা যুবলীগের আহবায়ক শাহ্ মোঃ ইব্রাহিম খলিল রাজা, যুবলীগ নেতা আরিফ মোল্লা, ঝিনাইদহ ক্যাবল নেটওয়ার্কের পরিচালক ইসাহাক আলী, সাংস্কৃতিক কর্মী নাজিম উদ্দিন জুলিয়াস, বসির আহাম্মেদসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এসএ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ।
আলোচনা সভা শেষে কেক কাটা হয়। এসময় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করতে ক্লিক করুন

YOUR COMMENT