সবুজ মিয়া, ঝিনাইদহ-
ঝিনাইদহে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের পলাতক আসামী মোঃ কিবরিয়া (২৮) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৬। রোববার (২ এপ্রিল) বিকাল ৫টার দিকে ঝিনাইদহ বাস টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, র্যাব-৬ এর প্রতিষ্ঠাকাল থেকেই চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, মানব পাচারকারী, প্রতারকচক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করে আসছে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবত পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেফতারের মাধমে দৃষ্টান্ত স্থাপন করে জনগনের মাঝে বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার জিআর- ৯২/১৪ এর ৩২৩ পেনাল কোডের একজন সাজাপ্রাপ্ত ও অর্থদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত একজন পলাতক আসামী ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে র্যাব-৬ একটি বিশেষ অভিযান পরিচালনা করে আসামী- মোঃ কিবরিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামী কিবরিয়া ঝিনাইদহ সদর উপজেলার শালিয়া গ্রামের আলা সর্দারের ছেলে।
গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাব।