ঝিনাইদহে কমিউনিস্ট নেতা কমরেড আব্দুল মতিন মুনিরের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে প্রখ্যাত কমিউনিস্ট নেতা বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতির সাবেক সভাপতি কমরেড আব্দুল মতিন মুনিরের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার ১০ জানুয়ারী সকালে উপজেলার তোলা মাধ্যমিক বিদ্যালয়ে  বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ ও তোলা মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ মৃত্যুবার্ষিকী পালন করা হয়। তোলা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় বিকল্প সদস্য ও ঝিনাইদহ জেলা কমিটির সম্পাদক বিশিষ্ট সাংবাদিক কমরেড শহিদুল এনাম পল্লব।

এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা বাসদের সমন্বয়ক ও বাম গণতান্ত্রিক জোটের নেতা অ্যাডভোকেট আসাদুল ইসলাম, ঝিনাইদহ জেলা কমিউনিস্ট লীগের সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড মিজানুর রহমান, কমরেড ইসমাইল হোসেন ও খন্দকার রফিকুজ্জামান বাবলু প্রমুখ।

বক্তাগণ আব্দুল মতিন মুনিরের জীবন আদর্শ নিয়ে আলোচনা করেন এবং উপস্থিত সবাইকে তার শোষণ মুক্তির সমাজ প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ্য: আব্দুল মতিন মুনির মৃত্যুর আগে হরিণাকুন্ডুতে তিনটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন এবং তার ব্যক্তিগত সম্পদ থেকে ৫০ বিঘা জমি মানুষের কল্যাণে দান করেন।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top