ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে বিদ্যুৎ নামে এক অসহায় কৃষকের গোয়ালে আগুন লেগে একটি বাছুর গরু পুড়ে মারা গেছে। এসময় ঐ গোয়ালে থাকা আরো দুইটি গরু আগুনের তাপে ছুটা ছুটি করে দড়ি ছিঁড়ে বেরিয়ে পড়লেও মারাত্মক ভাবে আহত হয়। কৃষক বিদ্যুত সদর উপজেলার ১০ নং হরিশংকরপুর ইউনিয়নের পানামী গ্রামের মৃত হাবিবুর বিশ্বাসের ছেলে।
ভুক্তভোগী জানান, শনিবার বিকেলে মসার উপদ্রব থেকে বাঁচাতে তিনি গোয়াল ঘরে কয়েল জালিয়ে রেখে ছিলেন। তিনি বলেন ধারণা করা যাচ্ছে, গরুর পায়ে কয়েলের আগুন লাগায় গরু লাথি দিলে কয়েল ছুটে খড়ের উপর পড়ে। পরে সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং মূহুর্তের মধ্যে সমস্ত গোয়ালে ছড়িয়ে পড়ে। যেকারণে গোয়ালে ঢুকার সুযোগ না পাওয়ায় গরু তিনটি বের করা সম্ভব হয়নি। তবে দুটি গরু ছুটাছুটি করে দড়ি ছিঁড়ে বেরিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই একটি গরু মারা যায়। যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকার উপরে হবে।
তিনি আরো জানান, গরু তিনটি তার নিজের নয়, এই তিনটি গরু তিনি বর্গা নিয়ে পালতেন।