নিজস্ব প্রতিবেদক-
ঝিনাইদহে গ্রীন লাইফ সিকিউরিটি কোম্পানি নামে একটি ভুয়া প্রতিষ্ঠান খুলে চাকরির দেওয়ার নামে বেকারদের সঙ্গে অভিনব এক প্রতারণার ফাঁদ খুলেছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা জানতে সরেজমিনে গিয়ে দেখা যায় মে, শহরের আইএইসটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিশাল এক বিলবোর্ড এবং চোখে পড়ার মতো ডেকোরেশন করা অফিসটি।
এমন অফিস নিয়ে তাঁরা ম্যানেজার, হিসাবরক্ষক, সুপারভাইজার, অফিস সহকারি থেকে শুরু করে বিভিন্ন নামিদামি পোস্টে দিচ্ছেন চাকরি।
গ্রীন লাইফ অফিসে গেলেই দেশ বিদেশে সব ধরনের চাকরির ব্যাবস্থা করতে পারবে বলে জানান এখানকার কর্মকর্তকরা। চাকরি প্রত্যাশী অনেক অসহায় গরিব বেকার যুবক-যুবতী এসে ভিড় জমাচ্ছেন এই অফিসে।
অনুসন্ধানে জানা যায় ১০ হাজার থেকে ২০ হাজার টাকা জামানত নিয়ে করতে হবে এসব চাকরি। তবে চাকরিতে তাদের কি কাজ করতে হবে তারা কেউ সঠিকভাবে বলতে পারেনা।
খুলনা-যশোর থেকে আসা রাসেল ও জসীমের কারসাজিতে একটি প্রতারক চক্র এই কাজটি করে যাচ্ছেন বলে ভুক্তভোগীদের অভিযোগ। শুধুমাত্র পৌরসভার একটি ট্রেড লাইসেন্স ছাড়া সিকিউরিটি কোম্পানির কোন বৈধ লাইসেন্স কাগজপত্র তাঁরা দেখাতে পারেনি। নিয়ম অনুযায়ী সিকিউরিটি কোম্পানি করতে গেলে শ্রম অধিদপ্তরের নির্দেশপত্রে বৈধতা প্রকাশ পায়। তবে সে সংক্রান্ত কোন কাগজ পত্র তাদের কাছে না থাকলেও বিলবোর্ডে দেখানো হয়েছে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান।
স্থানীয়রা অনেকেই জানান, এরকম প্রতিষ্ঠান ঝিনাইদহে বেশ কয়েকটা এসেছে। তবে দুই, চার মাস পরে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। এভাবে কিছুদিন থেকে বিভিন্ন মাধ্যমে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে দেওলিয়া হয়ে যায় তারা। পরবর্তীতে তাদের আর খুঁজে পাওয়া যায় না।
এই কোম্পানিটিও তাদের মত কিনা তা সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান এলাকাবাসী।