ঝিনাইদহে চলছে মাছের পোনা অবমুক্ত করণ কার্যক্রম

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ মৎস্য অফিসের উদ্যোগে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২২-২৩ অর্থবছরে ঝিনাইদহ সদর উপজেলার ১৭টি উন্মুক্ত জলাশয় ও প্রাতিষ্ঠানিক পুকুরে এ পোনা অবমুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ নিয়ে সদরের ১৫টি জলাশয়ে এ কার্যক্রম শেষ করা হয়েছে।

এরই অংশ হিসেবে সোমবার বিকেলে সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের অন্তর্গত ঝাঁপই খালে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন, সদর মৎস্য কর্মকর্তা।

এসময় মৎস্য কর্মকর্তা জানান, মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার নদ-নদী ও পুকুরে দেশীয় মাছের বংশ বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আওতায় পোনা মাছ অবমুক্ত কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এতে হতদরিদ্র মানুষ উন্মুক্ত জলাশয় থেকে পরিণত বয়সের মাছ ধরে খেতে পারবে।

এসময় উপস্থিত ছিলেন, ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন। তিনি সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানান।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top