ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে দেশীয় মদ তৈরীর উপকরনসহ রবিউল ইসলাম (৪৫) নামে এক ফল বিক্রেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে শহরের বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে রবিউল ইসলামের ফলের দোকান থেকে আনুমানিক ৮০ লিটার চোলাই মদ তৈরীর এসমস্ত উপকরন উদ্ধার করে ডিবি পুলিশ। আটককৃত রবিউল ইসলাম ঝিনাইদহ শহরের কাঞ্জননগর এলাকার ফজলুর রহমানের ছেলে।
ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি শাহীন উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শহরের বাস টার্মিনাল এলাকায় একটি ফলের দোকানে দেশীয় মদ তৈরী হয়। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় ফলের দোকান থেকে দেশীয় মদ তৈরীর ৮০ লিটার উপকরন উদ্ধার করে তারা।
ডিবি পুলিশের ওসি শাহীন উদ্দীন, এসআই এখলাস পারভেজ ও সায়েম এ অভিযান পরিচালনা করেন। ডিবি জানায়, আসামির বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক সদর থানায় সোপর্দ করা হয়েছে।