সবুজ মিয়া, ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। শনিবার সকালে জেলা মৎস্য কর্মকর্তার সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করেন জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন ঝিনাইদহ কমিটি। এবারের প্রতিপাদ্য করা হয়েছে “নিরাপদ মাছে ভরবো
দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”। আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ঝিনাইদহ সদর) মোঃ গোলাম সরোয়ার। এছাড়াও সদর উপজেলার খামার ব্যবস্থাপক (মৎস্য ও বীজ উৎপাদন) মোঃ আমানুল্লাহ সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা সেখানে উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ কবির, সম্পাদক শাহিদুর রহমান সন্টু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, কষাধ্যক্ষ সবুজ মিয়া এবং সদস্য লালন মন্ডলসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় মৎস্য সপ্তাহ- ২০২২ উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়।