ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপায় জাল টাকা সহ আরশিকুর রহমান ওরফে আকরাম (২৩) নামে একজনকে আটক করেছে র্যাব-৬। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হিতামপুর বাজারে আব্দুর রহমান সবুজের সারের দোকানের সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২১ হাজার জাল টাকা, একটি মোবাইল ফোন এবং দুইটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। আকরাম উপজেলার ধাওড়া গ্রামের আতিয়ার খানের ছেলে। র্যাব জানাই আসামির হেফাজত থেকে জব্দকৃত আলামত এবং আসামিকে শৈলকুপা থানায় হস্তান্তর-পূর্বক তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।