ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্যদিয়ে জিয়াউর রহমানের ৮৭তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা বিএনপি’র আয়োজনে রক্তদান, শীত বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও শহরের একটি বেসরকারী ক্লিনিকে ১০ জন অসুস্থ রোগীর রক্তদান, ওয়াজির আলী হাইস্কুল মাঠে ৫’শ শীর্তাতদের মাঝে কম্বল বিতরন, জেলা বিএনপি’র কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এমএ মজিদ, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সেসময় প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. এমএ মজিদ বলেন, এ দেশের স্বাধীনতার ঘোষক একমাত্র জিয়াউর রহমান। অথচ আজ এই ভোট বিহীন সরকার জিয়াউর রহমানকে নিয়ে প্রকুত ইতিহাস বিকৃত করছে। আগামীতে আন্দোলন সংগ্রামের মাধ্যমে ক্ষমতায় এসে এর সঠিক জবাব দেওয়া হবে।