ঝিনাইদহে জ্বীনের বাদশার তিন সদস্য আটক

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে জ্বীনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ৩ জনকে আটক করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। বুধবার সকালে শহরের ধোপাঘাটা ব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সমসপাড়া গ্রামের আজিজর রহমানের ছেলে নুর আলম (২৩), আবু বকর সিদ্দিকের ছেলে মামুন হোসেন (৩৪) ও দুলা ওরফে দুলুর ছেলে সাইফুল ইসলাম (৩৫)। পুলিশ জানায়, গত ১ সেপ্টেম্বর সদর উপজেলার পোড়াহাটি গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে মোবাইলে জ্বীনের বাদশা পরিচয় দিয়ে চক্রটি প্রতারণা শুরু করে। অভিযোগ রয়েছে চক্রটি গভীর রাতে প্রবাসীর স্ত্রীর মোবাইল ফোনে কল করে। প্রবাসীর স্ত্রী ফোন রিসিভ করলে ভৌতিক শব্দ শুনতে পায় এবং অপরপ্রান্ত থেকে বলে “আমি মানুষ না, আমি জ্বীন, তুই জ্বীনের সাথে কথা বলছিস মা।” তখন রাত গভীর হওয়ায় এবং ভৌতিক শব্দ শুনে প্রবাসীর স্ত্রী ভয় পেয়ে যায়। তখন চক্রটি পরিচয় দেয় “আমি জ্বীনের বাদশা কহিকাপ নগরীর ভাসমান মসজিদ থেকে বলছি। তুই তোর পরিচয় দে মা, তোর মঙ্গল হবে অথবা তুই তোর পরিবারসহ এখনি ধ্বংস হয়ে যাবি।” প্রবাসীর স্ত্রীর স্বামী বিদেশ থাকায় এবং একটি মাত্র কন্যা সন্তান হওয়ায় ভুক্তভোগী ভয় পেয়ে তার পরিবারে সকল তথ্য দিয়ে দেয়। তখন জ্বীনের বাদশা পরিচয়দানকারী বলে তুই জায়নামাজ, কোরআন ও অন্যান্য সামগ্রী কেনার জন্য আগামীকাল সকালে নগদের মাধ্যমে ২০ হাজার টাকা না দিলে পরিবারসহ ধ্বংস হয়ে যাবে। স্বামী-সন্তানের ক্ষতির ভয়ে জ্বীনের বাদশার কথা মত ২০ হাজার টাকা জ্বীনের বাদশার দেওয়া নগদ নম্বরে প্রেরণ করে। সর্বশেষ বুধবার ওই ভুক্তভোগীর কাছে স্বর্ণের গহনা চাইলে ওই নারী পুলিশ সুপারের সাথে যোগাযোগ করে। পুলিশ সুপার, ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলকে অভিযোগটি তদন্তের জন্য নির্দেশ প্রদান করে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল উক্ত চক্রটিকে গ্রেফতার করার জন্য তৎপর হয়। অভিযোগকারীকে দিয়ে তারা চক্রটিকে গ্রেফতারের জন্য ফাঁদ পাতে। পুলিশের পাতা ফাদে চক্রটি গাইবান্ধা থেকে ঝিনাইদহ এলে,   পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে বুধবার সকালে শহরের ধোপাঘাটা ব্রীজ এলাকা থেকে তাদেরকে আটক করে। চক্রটি দেশের বিভিন্ন স্থানে এমন প্রতারণা করে আসছিলো বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top