ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে ঝংকার শিল্পী গোষ্ঠীর কমিটি গঠন করা হয়েছে। এতে সাগর রহমানকে সভাপতি এবং শান্ত জোয়ারদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। অন্যান্যদের মধ্যে যারা দায়িত্ব পালন করবেন তারা হচ্ছে, সহ-সভাপতি রিজু ও মনিরুল ইসলাম মানিক, সহ-সাধারণ সম্পাদক মঞ্জুর রশীদ ও খান জাহান আলী। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন হাসিবুর রহমান শিপন, দপ্তর সম্পাদক নিজামুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শাপলা আক্তারসহ কার্য নির্বাহী সদস্য পদে থাকছেন, তৌহিদুল ইসলাম, সবুজ মিয়া, সুজন আলী, এসএম পিংকি ও মোহন বিশ্বাস।
রোববার সন্ধ্যা ৭ টায় জেলা শিল্পকলা একাডেমীর পেছনে অবস্থিত, ঝিনাইদহ জেলা সম্মিলিত জোটের কার্যালয়ে মনিরুজ্জামান মানিকের সভাপতিত্বে এক আলোচনা সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়।