ঝিনাইদহ প্রতিনিধি-
সরকারি নির্দেশনা মোতাবেক শ্রমিকদের নিয়োগপত্র প্রদান এবং বেতন খোরাকী বৃদ্ধির দাবিতে ঝিনাইদহে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের কেন্দ্রীয় বাসটার্মিনালে জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমান খাঁনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কার্যকারী সভাপতি একরামুল হক লিকু, সাধারণ সম্পাদক আশরাফুর জামান খোকন, কার্যকারী সভাপতি আবু সাইদ, সহ-সভাপতি আমির ফয়সাল মোহাব্বত, যুগ্ম-সম্পাদক হানিফ খান, সহ-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, আফতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক টুলু বিশ্বাস চুন্নু, প্রচার সম্পাদক ফিরোজ বিশ্বাস, ক্রীড়া বিষয়ক সম্পাদক লিটন মিয়া, শ্রম ও কল্যাণ সম্পাদক আনিচুর রহমান, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, সড়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কার্য নির্বাহী সদস্য মশিয়ার রহমান, মফিজুর রহমান সুমন,দিলিপ হোড়,আব্দুল বারি প্রমূখ।
শ্রমিকদের তিন দফা দাবি আগামী ৭২ ঘন্টার মধ্যে মানা না হলে বৃহত্তর কর্মসূচী দেবার ঘোষণা দেন এই শ্রমিক নেতারা।