ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ শহরে নারীদের কোন গণশৌচাগার নেই।
বিষয়টি উপলব্ধি করে পুরাতন ডিসি কোর্ট এলাকায় নারীদের জন্য গণশৌচাগারের ব্যবস্থা করলেন জেলা প্রশাসক মনিরা বেগম।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মনিরা বেগম নিজ হাতে ঢালাই ঢেলে দিয়ে এই গণশৌচাগার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ড.হারুন-অর রশীদ, পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, কেসি কলেজের সাবেক অধ্যক্ষ ড.বিএম রেজাউল করিমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।